Logo
Logo
×

সারাদেশ

কাউখালীতে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পিএম

কাউখালীতে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহতে হয়েছেন আরও ১জন।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশাচালকসহ ৫ জন নিহত ও ১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন