লুণ্ঠিত জুতা উদ্ধার, আরও ৫ জন গ্রেফতার: কেএমপি

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ৭ এপ্রিল সারাদেশে পালিত হয় বৈশ্বিক হরতাল। খুলনা মহানগরীতেও আয়োজিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
সন্ধ্যায় মিছিল থেকে একদল দুর্বৃত্ত হামলা চালায় কেডিএ অ্যাভিনিউর কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ের বাটা শোরুমে। তারা কেএফসির আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী ভাঙচুর করে। বাটার শোরুমে চালানো হয় ভাঙচুর ও লুটপাট। সেখান থেকে জুতা ও অন্যান্য সামগ্রী লুট করে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নগরজুড়ে তৈরি হয় আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) শুরু করে সাঁড়াশি অভিযান। ৮ এপ্রিল সকাল পর্যন্ত মোট ৩১ জনকে আটক করা হয়।
পরবর্তীতে হামলার ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ গতকাল রাতে আরও ৫ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাটা থেকে লুট হওয়া ৩ জোড়া জুতা এবং ১টি লেডিস ব্যাগ।
হামলা ও লুটপাটে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।