Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুর

বাস উল্টে খাদে: ৪ জন নিহত, আহত অনেক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম

বাস উল্টে খাদে: ৪ জন নিহত, আহত অনেক

ফরিদপুরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিল এলাকার কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে  ঘটনাস্থলেই চারজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেক যাত্রী।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, বাখুন্ডা এলাকায় জোবায়দা করিম জুটমিলের কাছে এসে বাসটি হঠাৎ সড়কের পাশে পড়ে যায়। বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, হাসপাতালে আনার পর চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এ দুর্ঘটনা আবারও দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং নজরদারির অভাবকে সামনে এনে দিয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন