Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরের মহাসড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম

গাজীপুরের মহাসড়কে যান চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সেনাবাহিনী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ-২-এর যৌথ হস্তক্ষেপে সকাল ১১টার দিকে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিচ্ছেন।

এর আগে, সকাল ৭টার দিকে বকেয়া বেতনসহ ১২ দফা দাবিতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের প্রায় ১,৩০০ শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ না করেই মালিকপক্ষ কারখানা ছেড়ে যান। পরদিন সকালে শ্রমিকরা "অনির্দিষ্টকালের জন্য বন্ধ" নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক রফিকুল ইসলাম বলেন, "প্রতিবার ঈদের আগে মালিকপক্ষ আমাদের বেতন নিয়ে সমস্যা করে। এবারও আমাদের দাবি না মানলে কঠোর আন্দোলন করবো।" অপর এক শ্রমিক নাসিমা বেগম বলেন, "প্রয়োজনে জীবন দেবো, কিন্তু দাবি থেকে সরে যাবো না।"

গাজীপুর শিল্প পুলিশ-২-এর ওসি ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন