Logo
Logo
×

সারাদেশ

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, বরের ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, বরের ভাই নিহত

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং সম্পর্কে বরের চাচাতো ভাই।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বিয়ের আয়োজনে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো নিয়ে প্রতিবেশী সামসুল, শাজাহান ও শাহাদত বেপারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং ঘটনাস্থলেই কামাল বেপারী মারা যান।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন