Logo
Logo
×

সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের নাম পরিবর্তন, সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের নাম পরিবর্তন, সংঘর্ষ

শেখ হাসিনার দেশত্যাগের ছয় মাস পূর্তিতে দেশজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গতকাল বুধবার। এর প্রভাব পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেখানে শিক্ষার্থীরা চারটি আবাসিক হলের নামফলক ভেঙে পরিবর্তন করেছে।  

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্র হল ও একটি ছাত্রী হলের নাম মুছে নতুন নাম দেয়। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম বিজয়-২৪ হল।

শহীদ কামারুজ্জামান হলের নতুন নাম শহীদ আলী রায়হান হল।

শেখ হাসিনা হলের নাম ফাতিমা আল ফিহরিয়া হল। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল।

তাছাড়া শেখ রাসেল মডেল স্কুলের নাম দেওয়া হয়েছে রিয়া গোপ মডেল স্কুল।  

সংঘর্ষ ও প্রতিক্রিয়া

ছাত্রীদের হলে নাম পরিবর্তনের সময় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। শেখ ফজিলাতুন্নেছা হলে নাম পরিবর্তন করতে গেলে নারী শিক্ষার্থীরা বাধা দেন এবং ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, নাম পরিবর্তনের বিষয়ে শিক্ষার্থীদের আপত্তি ছিল। তবে প্রশাসন এখনো তদন্ত করছে। 

এই ঘটনাকে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে দেখা হচ্ছে। যদিও কিছু শিক্ষার্থী একে প্রতিবাদের রূপ বলে দাবি করছে। প্রশাসন এখনো ঘটনার পিছনের প্রকৃত কারণ চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন