Logo
Logo
×

সারাদেশ

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গুণগত পরিবর্তন আনা ও কতিপয় সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের। তিনি বলেন, ‘ন্যায়সঙ্গত যতটুকু সময় প্রয়োজন এর মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। অনিরাপদ সরকার কখনো নিরাপদ সরকার না।’

আজ বুধবার সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তাহের বলেন, ‘জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি আসবে, তারাই রাষ্ট্র পরিচালনা হকদার এবং সেই ব্যবস্থাই করতে হবে। অনির্বাচিত সরকার কখনও নিরাপদ সরকার না। এজন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা দেশবিরোধী।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন