সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম কুয়াকাটার সাংবাদিক মিরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
-67a3357acdf28.jpg)
পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলা ভিশনের কুয়াকাটার রিপোর্টার জহিরুল ইসলাম মিরনকে এলোপাথাড়ি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মিরন কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক।
দুর্বৃত্তরা তার দুই হাত, মাথা ও বুকে ছুড়িকাঘাত করে মারাত্মক জখম করেছে। স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে প্রেরণ করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১ টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ সহ অন্যান্য প্রয়োজনীয় তদন্তের কাজ চলছে। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।