Logo
Logo
×

সারাদেশ

জামায়াত শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে: ডা. শফিকুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম

জামায়াত শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে: ডা. শফিকুর

জামায়াত শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার ফেনীর পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর বলেন, যেসব শহীদদের জন্য নতুন এই বাংলাদেশ হয়েছে, তাদের কৃতজ্ঞতা ভরে স্মরণে রাখব। তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত সর্বোচ্চ চেষ্টা করবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর মহিপালে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফেনী সরকারি কলেজের ছাত্র শ্রাবণ। তার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা ও ইখলাস তেলাওয়াত করেন জামায়াতের আমির। এ সময়ে বিশেষ মোনাজাতে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।

শহীদ শ্রাবণের বিদেহী আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা করে শ্রাবণের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ডা. শফিকুর।

জামায়াতের আমির বলেন, ‘শহীদের মা-বাবা গর্বিত, বীরের অভিভাবক হওয়া সব বাবা-মায়ের ভাগ্যে থাকে না। আমরা আমাদের জায়গা থেকে সবসময় শহীদদের কথা স্মরণে রাখব। শ্রাবণের মতো বীর সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিলেন, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে।’

এ সময় তার সফর সঙ্গী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন