Logo
Logo
×

সারাদেশ

রেল স্টাফদের মারধর, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম

রেল স্টাফদের মারধর, ভাঙচুর

রাজশাহী রেলস্টেশনে রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে কোনো ট্রেন ছাড়ছে না। ফলে তিতুমীর, সাগরদাঁড়ি, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়েনি। 

এতে ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের চেয়ার ভাঙচুর করেন এবং দুইজন কর্মচারীকে মারধর করেন। তাঁদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়া টিকিট বিক্রি করে হঠাৎ ট্রেন বন্ধ রেখে ভোগান্তিতে ফেলা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন