Logo
Logo
×

সারাদেশ

খুলনায় ক্লাব ‘দখলে’ নিয়ে টানানো হলো গণঅধিকার পরিষদের কার্যালয়ের ব্যানার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৪২ পিএম

খুলনায় ক্লাব ‘দখলে’ নিয়ে টানানো হলো গণঅধিকার পরিষদের কার্যালয়ের ব্যানার

খুলনা নগরের শান্তিধাম মোড়ে পঞ্চবীথি ক্রীড়াচক্রের কার্যালয় ‘দখলের’ অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের বিরুদ্ধে। ক্লাব সদস্যদের অভিযোগ, আজ সোমবার দোতলা ভবনের তালা ভেঙে পঞ্চবীথির সাইনবোর্ড ফেলে দিয়ে সেখানে গণঅধিকার পরিষদের ব্যানার টানান নেতা-কর্মীরা। ব্যানারের কথা স্বীকার করলেও দলটির নেতারা বলছেন, তারা অবৈধভাবে দখল করেননি।

ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা বলেন, ভবনটি গণপূর্ত বিভাগের কাছ থেকে বরাদ্দ নিয়ে তারা ক্লাবের কার্যালয় করেন। বরাদ্দ নেওয়ার পর যুবলীগ নেতা নাহিদ মুন্সী তাঁর মায়ের নামের ভুয়া বরাদ্দ নিয়ে আসেন। এ নিয়ে আদালতে মামলা করে ক্লাব কমিটি। মামলাটি আদালতে চলমান। বরাদ্দ নেওয়ার পর থেকেই ভবনটিতে পঞ্চবীথির কার্যালয় রয়েছে।  

নাজমুল মোল্লা অভিযোগ করে বলেন, ‘গণঅধিকার পরিষদের ১৫-২০ জন নেতাকর্মী গতকাল দুপুরে ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা আমাদের সাইনবোর্ড নামিয়ে তাদের ব্যানার ঝুলিয়ে দেন। আমরা ক্লাবের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।’

ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম খোকন বলেন, ভবনের নিচতলার একটি ও দোতলার চারটি কক্ষে পঞ্চবীথির কার্যক্রম চলে। অন্যান্য কক্ষে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। গতকাল গণঅধিকার পরিষদের লোকজন ক্লাব ভবন দখল করে নিয়েছে।

ক্লাবের সদস্য সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু বিকেলে ফেসবুক পোস্টে লেখেন, ‘রাজনৈতিক দলের নামে সরকারি সম্পত্তি ও ক্লাব দখল করল গণঅধিকার পরিষদ, খুলনা। দখল হয়ে গেল খুলনার পঞ্চবীথি ক্লাব’। তাঁর পোস্টের নিচে অনেকেই ‘কাজটি ঠিক হয়নি’ বলে মন্তব্য করেছেন।

এ ব্যাপারে গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাশেদ বলেন, ‘পঞ্চবীথি ক্লাবে জুয়াসহ বিভিন্ন অপকর্ম চলত। আমাদের ছেলেরা সেগুলো বন্ধ করে ব্যানার লাগিয়ে দিয়েছে। ভবনটি গণঅধিকার পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করা হয়েছে। অনুমোদন প্রক্রিয়া ৭০ শতাংশ এগিয়েছে। শিগগিরই আমরা অনুমতি পেয়ে যাব। তখন ভবন ব্যবহার করব।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন