রায়পুরায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে প্রাণ গেল দুই জনের

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে রোববার সকাল পৌনে ৮টায় সংঘর্ষ হয়েছে।
এতে দুইজন নিহত এবং অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সংঘর্ষ বাঁশগাড়িতে শুরু হলেও পরে মির্জাচরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়ে রায়পুরা থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসন কাজ করছে।
এখনও হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।