Logo
Logo
×

সারাদেশ

মধ্যপন্থী রাজনৈতিক দল গড়বে বৈষম্যবিরোধীরা, ঘোষণা ফেব্রুয়ারিতে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

মধ্যপন্থী রাজনৈতিক দল গড়বে বৈষম্যবিরোধীরা, ঘোষণা ফেব্রুয়ারিতে

ফেব্রুয়ারিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মিলে একটি মধ্যপন্থী রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। আজ বৃহস্পতিবার রংপুর কারমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আখতার হোসেন বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছে। সেই ভাষার ওপর ভিত্তি করে দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছি। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন এই দলকে এগিয়ে নিতে এবং কার্যক্রমকে গতিশীল করবে।’

আখতার হোসেন বলেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন এ দলটির নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত ১০০টিরও বেশি নাম প্রস্তাব এসেছে। যে নামটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে মিলে যাবে, সেটি হবে দলের নাম। এখন পর্যন্ত ২০০ থানা কমিটি করা হয়েছে এবং জানুয়ারির মধ্যে ৪০০ থানা কমিটি হওয়ার পর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।’

আখতার হোসেন বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনেকগুলো কাজ করেছে, তারপরেও তারা সবার কাছে পৌঁছাতে পারেনি। সেখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে বলে আমরা শুনেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেন আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে শহীদ পরিবার ও আহতদের তাদের ন্যায্য পাওনা পৌঁছে দেবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন