Logo
Logo
×

সারাদেশ

রাবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম

রাবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ। এছাড়াস সাধারণ  সম্পাদক মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে এলাকায় তাদের নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নবগঠিত কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক। তার অনার্সে সিজিপিএ ৩ দশমিক ৭৬ ও মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩ দশমিক ৯২ পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান। তিনি ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পান। এর আগে তিনি বিগত কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

অন্যদিকে সম্পাদক মুজাহিদ ফয়সালের বাড়ি গাইবান্ধায়। তিনি এর আগে রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন