'পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, সংরক্ষণের অভাবে আমদানি করতে হয়'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাসুদ করিম বলেছেন, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। তবুও সংরক্ষণের অভাবে পেঁয়াজ আমদানি করতে হয়। পেঁয়াজ সংরক্ষণে সুবিধা বাড়ানো হচ্ছে। এটা সম্প্রসারণ করতে পারলে পেঁয়াজ আমদানি করা লাগবে না। আমরা পেঁয়াজ রপ্তানি করতে পারব। শুধু পেঁয়াজ নয়, অন্যান্য কৃষি পণ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্পের আওতায় কৃষি পণ্য সংরক্ষণ ঘর নির্মাণ করা হচ্ছে। এতে মাঝে আরও সচেতনতা বাড়বে।
আজ শনিবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক হোটেল অডিটোরিয়ামে কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত জাতীয় কৃষি বিপণন আইন ও নীতি বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ করিম বলেন, কৃষি বিপণন অধিদপ্তর কৃষকের স্বার্থ রক্ষায় কাজ করে। ভোক্তার বিষয়টি দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুটো আলাদা প্রতিষ্ঠানের কাজ অনেকে গুলিয়ে ফেলেন। এটা উচিত নয়। কৃষি বিপণন অধিদপ্তর কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা।