আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন জামায়াত নেতাকর্মীরা।
আটক শফিকুল সিকদার গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে।
গাজীপুরের জয়দেবপুর থানার ওসি মো. আবদুল হালিম বলেন, 'শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তাকে ছাড়িয়ে নিতে জামায়াতে ইসলামীর নেতারা থানায় আসেন।'
কিন্তু তাকে পুলিশের ছাড়ার সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে পুলিশ।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী বলেন, 'পুলিশ যাকে ধরেছে, তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক।'