Logo
Logo
×

সারাদেশ

আগামী সরকারের জন্যও সংস্কার চ্যালেঞ্জিং হবে: উপদেষ্টা সাখাওয়াত

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

আগামী সরকারের জন্যও সংস্কার চ্যালেঞ্জিং হবে: উপদেষ্টা সাখাওয়াত

এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশকে এমনভাবে তছনছ করা হয়েছে যে সংস্কার শুধু অন্তর্বর্তী সরকার নয়, আগামী সরকারের জন্যও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে তা বৃথা যেতে দেওয়া হবে না। যতদিন রয়েছি দেশ ও জনগণের জন্য কিছু করার চেষ্টা করবো। এখনও দেশে সন্ত্রাস, চাঁদাবাজি হচ্ছে। এ সময় সমাজের নেতৃস্থানীয়দেরকে চাঁদাবাজি প্রতিহত করার আহ্বান জানান তিনি।

আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই নয় বিশ্ববিদ্যালয়, হোটেলে ও বাড়িতে ছিল। জনগণ শুধু এক জায়গার কথা জানেন। অচিরেই সবাই তা জানতে পারবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন