Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

চট্টগ্রামে চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস

হত্যা চেষ্টার অভিযোগে চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। আজ রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে ব্যবসায়ী এনামুল হক এই মামলা করেন। মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাইনুদ্দিন। এনামুল হকের অভিযোগ, তার মুখে দাড়ি ও মাথায় টুপি দেখে তাকে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালায়।

এদিকে, মামলার পরপরই চিন্ময়সহ বাকি আসামিদের বিচারের দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনাকে ঘিরে তার অনুসারীদের সঙ্গে আদালত চত্বরে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে চিন্ময়ের অনুসারীরা বিভিন্ন স্থাপনা ও গাড়ি ভাঙচুর করে। এ সময় জমি রেজিস্ট্রি করতে আদালতে আসা ব্যবসায়ী এনামুলকে চিন্ময়ের সমর্থক দুর্বৃত্তরা বেধড়ক মারধর করলে তিনি মাথায় ও হাতে গুরুতর জখম হন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন