Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লাকে শিগগিরই বিভাগ করা হবে: আসিফ মাহমুদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

কুমিল্লাকে শিগগিরই বিভাগ করা হবে: আসিফ মাহমুদ

কুমিল্লাকে শিগগিরই বিভাগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে জেলার মুরাদনগর ডিআর সরকারি হাইস্কুল মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুরাদনগরবাসী স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই সংবর্ধনা দেয়। এর আগে দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, ভৌগোলিক বিবেচনায় কুমিল্লা বিভাগের দাবি রাখে। তাই কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা করা হবে।’

উপদেষ্টা আসিফ বলেন, দেশ স্বাধীন হয়েছে। তবে দেশকে সুন্দর করে সাজাতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে।

ব্যারিস্টার নাছের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন মাস্টার, মুরাদনগর উপজেলা বিএনপি নেতা কাজী জুন্নুন বশরীসহ বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামীর নেতা এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন