Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে প্রথম আলোর কার্যালয়ে হামলা চেষ্টার অভিযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম

চট্টগ্রামে প্রথম আলোর কার্যালয়ে হামলা চেষ্টার অভিযোগ

দৈনিক প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, রাত ৮টার দিকে অন্তত দুই শতাধিক লোক নগরীর ২ নম্বর গেট এলাকা অংশ থেকে মিছিল করে প্রবর্তক মোড় জড়ো হয়। এ সময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ফলে প্রথম আলো কার্যালয় মিছিলকারীদের হাত থেকে রেহাই পায়।

মোহাম্মদ সোলায়মান আরও বলেন, মিছিলকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছিলেন। তাঁদের সঙ্গে অপরিচিত অনেককেও দেখা গেছে। বর্তমানে প্রথম আলো কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন