Logo
Logo
×

সারাদেশ

পদ্মা সেতুর কাছে দুই বাইকের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১১:০৯ এএম

পদ্মা সেতুর কাছে দুই বাইকের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

রবিবার রাত ৯টার দিকে তারা নিহত হন বলে

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন জানিয়েছেন।

নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার মোসলেম ঢালিকান্দির দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজীকান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী ও এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম আলী।

এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে টোল প্লাজার কাছে দুই দিক থেকে দুটি মোটরসাইকেল আসে এবং মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে দুই মোটরসাইকেলের চারজন আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠালের উদ্দেশে পাঠালেও পথে তারা মারা যান।

ওসি  বলেন, পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন