৫০ মিনিটে ফেসবুকে মিজানুর রহমান আজহারীকে স্বাগত জানাল দেড় লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৭:২৯ পিএম
মাওলানা মিজানুর রহমান আজহারী
ইসলামি ব্যক্তিত্ব ও জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন। আজ বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
তার ফেসবুকে পোস্টে কমেন্টের মাধ্যমে ৫০ মিনিটের মধ্যে স্বাগত জানিয়েছেন দেড় লাখ মানুষ। তার ফেসবুকে পোস্টে কমেন্টের মাধ্যমে ৫০ মিনিটের মধ্যে স্বাগত জানিয়েছেন দেড় লাখ মানুষ। এর মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ বিভিন্ন ব্যক্তি।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।