শুক্রাবাদে জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম
রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদের একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ভোর পাঁচটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
দগ্ধরা হলো, মোহাম্মদ টোটন (৩৫ ), যার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে, তার স্ত্রী নিপা আক্তার (৩০ ), যার ৩২ শতাংশ দগ্ধ হয়েছে, তাদের ছেলে মোহাম্মদ বায়জিদ শিশু (৩), যার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ধানমন্ডি থেকে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।