লালবাগ থেকে ৮৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ পিএম
রাজধানীর লালবাগের শহীদনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গতকাল
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই কার্তুজ উদ্ধার করে লালবাগ থানা-পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগরের আধা গলির মাথায় ওয়াসার পানির পাম্পের পশ্চিম পাশ থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা অবস্থায় ৮৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করে লালবাগ থানার একটি টহল টিম।