Logo
Logo
×

সারাদেশ

আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা

‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা' ব্যানারে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীর শাহেবাগ মোড় আধা ঘণ্টা অবরোধ করা হয়েছে। পরে আগামী ৭২ ঘণ্টা পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা সরে যান। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে সরে যান তারা।

বিক্ষুব্ধ জুম্ম জনতা ও পাহাড়ি ছাত্রপরিষদের শুভাশীষ চাকমা বলেন, হামলার প্রতিবাদে আগামী তিন দিন অর্থাৎ, ৭২ ঘণ্টা পার্বত্য তিন জেলায় অবরোধের ডাক দেওয়া হয়েছে। অন্যান্য কর্মসূচি দেওয়া হলে সেটিও আমরা জানিয়ে দেব।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন