Logo
Logo
×

সারাদেশ

৪ জেল সুপারকে বাধ্যতামূলক অবসর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

৪ জেল সুপারকে বাধ্যতামূলক অবসর

টাঙ্গাইল, মানিকগঞ্জ, শরীয়তপুর ও হবিগঞ্জ জেলার কারা তত্ত্বাবধায়ককে (জেল সুপার) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

অবসরে যাওয়া চার জেল সুপার হলেন টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুসারে 'জনস্বার্থে' তাদের অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা প্রত্যেকে অবসরকালীন সুবিধা পাবেন। 

চাকরি আইনের ৪৫ ধারায় বলা আছে—'কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।'

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন