শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত এইচএসসিতে অংশ নেবে না ১১ কলেজের পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১০:৫৪ পিএম
চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যা, হামলা ও গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ বিভিন্ন দাবি না মানা পর্যন্ত চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের ১১ কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) নিজ নিজ কলেজের নামে খোলা ফেসবুক গ্রুপে এই ঘোষণা দেন তারা। এছাড়া ওই ১১ কলেজের শিক্ষার্থীদের ঘোষণায় সমর্থন জানিয়ে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা না দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
কলেজগুলোর মধ্যে রয়েছে, টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মাওলানা মোহাম্মদ আলী (এমএম আলী) কলেজ, কুমুদিনী সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়, সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ, এলেঙ্গার সরকারি শামসুল হক কলেজ, সখীপুর সরকারি মুজিব কলেজ, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ।