শাবিপ্রবির প্রধান ফটককে ‘শহীদ রুদ্র তোরণ’ ঘোষণা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটি চিত্র। ছবি: সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৯ দফা দাবি আদায়ে গণসংযোগ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় লিফলেট বিতরণসহ এসব কর্মসূচি পালন করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেনের স্মৃতিতে 'শহীদ রুদ্র তোরণ' ঘোষণা করেন।
রুদ্র সেন গত ১৮ তারিখ সন্ধ্যায় আন্দোলনের সময় পুলিশের ধাওয়ার পর আখালিয়া এলাকায় একটি খাল পার হতে গিয়ে পানিতে ডুবে মারা যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়কারী আসাদুল্লাহ আল-গালিব বলেন, ‘আমাদের সাংবিধানিক আন্দোলনে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল ক্রাকডাউনের মাধ্যমে গোটা দেশে ধংসাত্মক নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে এই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন নয়, এই আন্দোলন নিরাপদ বাংলাদেশ গড়ার আন্দোলন।’
এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর আগেই বিশ্ববিদ্যালয় গেটের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে পুলিশ অবস্থান নিয়ে ছিল। প্রায় ৩০ মিনিট কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা ফিরে যান। কর্মসূচি চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।